রোয়াংছড়িতে আগুনে পুড়লো ১৫টি দোকান, ক্ষতি ২ কোটি টাকা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় জামছ‌ড়ির বাগমারা বাজা‌রে গভীর রাতে আগু‌নে প‌ুড়ে‌ছে ১৫‌টি দোকান।

৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৩টার সময় বাঘমারা বাজা‌রে এ ঘটনা ঘ‌টে বলে বাজারের নাইট গার্ড সুমন দে ও রূপম দাস নিশ্চিত করে।

এছাড়াও স্থানীয় সুত্রে জানাজায়, পঞ্চানন দাসের চায়ের দোকান থেকে তারা আগুন দেখতে পাই। এরপর আগুন আগুন বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে স্থানীয়দের সহযোগিতায় কয়েকটি দোকানের জিনিস পত্র সরিয়ে নেয়া হয়।

স্থানীয় ও পু‌লিশ জানায়, রাত আনুমা‌নিক ৩টার দি‌কে বাঘমারা বাজা‌রের এক‌টি চা‌য়ের দোকান থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। এসময় চার‌দি‌কে আগুন ছ‌ড়ি‌য়ে পড়‌লে চা‌য়ের দোকান, মু‌দির দোকান, স্টেশনারী দোকানসহ মোট ১৫‌টি দোকান পু‌ড়ে যায়।

প‌রে স্থানীয়, পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ও সেনাবা‌হিনীর লোকজন প্রায় ২ঘন্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। এতে প্রায় ২‌কো‌টি টাকার উপ‌রে ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মোঃ র‌ফিকুল ইসলাম জানান, এক‌টি চা‌য়ের দোকান থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে ব‌লে শু‌নে‌ছি। এ‌তে ১৫‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। ক্ষয়ক্ষ‌তির প‌রিমান আনুমা‌নিক ২‌কো‌টি টাকা হবে বলে জানান তি‌নি।

এছাড়াও অগ্নিকাণ্ডের বিষ‌য়টি তদন্তানাধীন আছে ব‌লেও তি‌নি উ‌ল্লেখ ক‌রেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.