তিন পার্বত্য জেলায় আগামী পূর্ণিমা তিথিতে বর্ষাবাস শুরু হবে


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি।

রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি, তিন পার্বত্য জেলা সহ বিভিন্ন বৌদ্ধ প্রতিম দেশে আগামী পূর্নিমা তিথিতেই তিন মাস, বর্ষাবাস শুরু করবেন বলে পার্বত্য ভিক্ষু সংঘ ও বনবিহার ভিক্ষু সংঘ সুত্রে জানা গেছে।

বৌদ্ধধর্ম মতে এক মাসে দুটি পূর্নিমা দেখা দিলে তা হবে( মল) মাসের পূর্নিমা, এই বৎসর,  এই মাসে, দুটি পূর্নিমা দেখা যাওয়াতে এই পূর্নিমা আষাঢ়ী পূর্নিমা বলে গন্য হবে না।

এভাবে প্রতি ৩ বৎসর অন্তর একবার মল মাসে দুটি পূর্নিমা দেখা যেথে পারে, তাই সে মাসে যদি আষাঢ়ী পূর্নিমা দেখা দেয় পরবর্তী মাসে আষাঢ়ী পূর্নিমা বলে গন্য হবে। তবে যারা এই মাসে বর্ষাবাস শুরু করবেন,তারা আগামী বৎসর অনুরুপ ভাবে এক মাস পিছিয়ে বর্ষাবাস শ্রমন করতে হবে।

তথ্য সুত্র রাঙামাটি মৈত্রী বিহার আবাসিক, পার্বত্য ভিক্ষু সংঘ,সাংঘঠনিক সম্পাদক চিলান্দ স্থবির,ও ধনপাতা বনবিহার আবাসিক ভিক্ষু জিন বংশ ভান্তে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.