করোনায় মারা গেলেন সাংবাদিক মোনায়েম


আটদিন করোনার সঙ্গে লড়াইয়ের পর হার মেনে মৃত্যুকে বরণ করলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কে। বিষয়টি নিশ্চত করেন মোনায়েম খানের শ্যালক। রবিবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়ার পরপরই মারা যান তিনি। সে ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

মোনায়েম খানের শ্যালক জানান, রবিবার দুপুর ২টার দিকে তার অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালের আইসিউতে নেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পরপরই তিনি মারা যান। সাংবাদিক মোনায়েম খান মে মাস থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। ৩১ মে তার ও তার ছেলের নমুনা পরীক্ষা করতে দেওযা হয়। পরে দুজনেরই পজিটিভ আসে। ১ জুন রাতে মোনায়েম খানকে উখিয়া এসএআরআই আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ৩ জুন চমেক হাসপাতালে নেওয়া হয় তাকে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.