পটিয়া ‘হলি চাইন্ড কিন্ডারগার্টেন’ এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


পটিয়া মুন্সেফ বাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলি চাইন্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ ১৪ মার্চ (শনিবার) উপজেলা পরিষদের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ‘হলি চাইন্ড কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক মু. হারুনুর রশিদ।

পৌরসভার মেয়র বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আজকে আমরা নেতৃত্ব দিচ্ছি আগামীতে শিশুরা এ দেশের হাল ধরবে। সুতরাং শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।’

প্রধান আলোচক বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বাবু প্রদীপ বিশ্বাস, পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, ডাক বিভাগের সুপারিটেন্ডেট কেএম আবদুল হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মো. নাছির, মো. ফারুক, অমিয় দাশ, প্রধান শিক্ষক তুষার কান্তি দে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.