আলীকদমে প্রধানমন্ত্রীর দেওয়া গৃহ হস্তান্তর ও গাভী বিতরণ করলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী


বান্দরবানে আলীকদম উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের, টি আর/কাবিটা বিশেষ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের, নির্মিত বাসগৃহ হস্তান্তর করলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

শনিবার (৭মার্চ) আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়নের, ৪নং ওয়ার্ডে উক্ত গৃহ হস্তান্তর করেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায়, আলীকদমে ৩নং নয়াপাড়া ইউনিয়নে বায়তুল মাহমুদ মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, একই ইউনিয়নের নোয়াপাড়া বৌদ্ধবিহার নির্মানের ভিত্তিপ্রস্তর ও স্থাপন করেন।

পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য এলাকায় বসবাসরত জনগোষ্ঠি জীবনমানে পরিবর্তন এসেছে,সরকারের গৃহীত নানামুখি উন্নয়নের ফলে পার্বত্য অঞ্চলে চিত্র দিনদিন পাল্টে যাচ্ছে। আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের এক হতে হবে, উন্নয়নের অগ্রযাত্রা পথে বাংলাদেশ, ২০৪১ সালের মধ্যে এই দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।

পরে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অন্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন, শীর্ষক প্রকল্পের ২০১৯-২০২০ অর্থ বছরে নির্বাচিত উপকারভোগীদের মাঝে গাভী বিতরণ করেন- পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন গন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও সাধারণ জনগন ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.