কাপ্তাই হ্রদে নৌকাডুবি, নিখোঁজ ১
রাঙ্গামাটির বরকল উপজেলার কাপ্তাই হ্রদে নৌকা ডুবে শুভেন চাকমা (১৮) নামে একজন নিখোঁজ হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মাইসছড়ি গ্রামের দুই বাসিন্দা নদী পার হওয়ার সময় পাহাড়ি মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এসময় নৌকাটিতে থাকা একজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও সুপেন চাকমা নামে অন্যজনের খোঁজ পাওয়া যায়নি।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, নৌকাডুবির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।