রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে আবদুল আজিজ (৬৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে খেত পাহারা দিতে বের হলে আবদুল আজিজের মৃত্যু হয়। আজ শনিবার (২জুলাই) সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আজিজ উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মৃত গুনু মিয়ার ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, “গত কয়েক দিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির দল ওই কৃষকের খেত নষ্ট করে দিচ্ছিল। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে ওই খেত পাহারা দিতে যান আবদুল আজিজ। এরপর রাতে আর ফেরেননি তিনি। সকালে স্থানীয়রা ওই পাহাড়ি এলাকায় গেলে আজিজের লাশ দেখতে পান। তার শরীরে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে ওই রাতেই ১২টার দিকে হয়তো বন্য হাতি তাঁর ওপর আক্রমণ করেছে। আজ শনিবার তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, “সকাল ৮টার দিকে জানতে পারি হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি। পরে আমাদের বনবিভাগের লোকজন, স্থানীয়রা ও পুলিশসহ আজ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে আজিজের মরদেহ উদ্ধার করা হয়”।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.