বীর মুক্তিযোদ্ধা জামাল আহমেদের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোড নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল আহমেদ (৭৫) গতকাল ৩০ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ৩১ আগস্ট বুধবার বাদে জোহর নগরীর দামপাড়াস্থ জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগর পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ জামাল আহমেদকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পরিবারের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পুলিশ।

এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। এরপর হযরত গরীব উল্ল্যাহ শাহ (রাঃ) মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় বীর মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ জামাল আহমেদ।

শোক প্রকাশ: বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদেও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.