চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার


চট্টগ্রাম রেলস্টেশনে এক সেনা সদস্যকে গালিগালাজ ও মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার তিন আরএনবি সদস্য হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম (৩০)।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।

তিনি বলেন, গত ৮ আগস্ট রাত ১০টায় ভুক্তভোগী সেনাসদস্য টিকিট কেটে মেইল ট্রেনে উঠতে গেলে আরএনবি সদস্যরা তার কাছে অনৈতিকভাবে অতিরিক্ত ৩০০ টাকা দাবি করেন। একইসঙ্গে টাকা না দিলে অন্য বগিতে উঠতে বলেন তাকে। এ ঘটনায় টিকিট ওই বগিতে নির্দিষ্ট আছে জানিয়ে প্রতিবাদ জানালে আরএনবি সদস্যরা তাকে গালিগালাজ ও মারধর করে। এক পর্যায়ে রাইফেলের বাট দিয়েও তাকে আঘাত করা হয়।

তিনি আরও বলেন, একজন প্রত্যক্ষদর্শী ভিডিও ধারণ করে ২৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে র‌্যাবের দৃষ্টিগোচর হয়। পরদিন অভিযান চালিয়ে র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.