ঊষা নারী উন্নয়ন সংস্থা’র সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


নারী কল্যাণ সংগঠন “ঊষা নারী উন্নয়ন সংস্থা’র” ৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় ঊষা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সনদ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা।

সভায় বক্তারা বলেন, হাতের বিদ্যা কখনোই বিফলে যায় না।যারা কাজ জানে তারা কখনো বেকার থাকে না।কারিগরি প্রশিক্ষণ নিলে যখন তখন কর্ম মেলে।সরকার নারীদের প্রশিক্ষণের জন্যে কম্পিউটার ও গ্রাফিক্স ইনষ্টিটিউট, নার্সিং মহাবিদ্যালয় ও পলেট্যাকনিক্যাল ইনষ্টিটিউট, প্রতিটি উপজেলায় একটি করে ট্যাকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করছে। নারীদের জড়তা পরিহার করে কারিগরি প্রশিক্ষণ নিতে হবে। ঊষা ভবিষৎতে নারী উদ্যোক্তা সৃষ্টি করতে বেসিক ট্রেড কারিগরি প্রশিক্ষণের আয়োজন করবে।

সংগঠনের সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদিকা আরমিনা হক পুষ্পা’র সঞ্চালনায় সভায় বক্তব্য বাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেলাই প্রশিক্ষণের সমন্বয়কারী আফরোজা সুলতানা পুর্ণিমা, প্রশিক্ষক সাবিনা ইয়াছমিন রুনা, লিজা আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন আরাবিন নাহার, আরিফা ইসলাম, রিপা আক্তার,
তাজরিয়া সুলতানা সামিয়া, সামশুন নাহার, রুমা আক্তার সুমি, আফরিনা হোসেন, রাহিমা আরা বেগম, সুলতানা ইয়াছমিন আইরিন, সালমা আক্তার, আয়শা আক্তার,রেহেনা আক্তার, সানজিদা নিশাত মিম,মাহমুদা খাতুন, শারমিন আক্তার, মাহজাবিন আক্তার, রুমা আক্তার, রেশমি বেগম ও লুৎফুরনেচ্ছা মিতু। আলোচনা শেষে এসময় প্রশিক্ষণ গ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.