বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনকে দেখেতে হাসপাতালে কমান্ডার মোজাফফর


নিজস্ব প্রতিবেদক : হাতিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন জঠিল রোগে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডের ৬১ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। তিনি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নিয়ে ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের সাথে কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদেও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমুখ। এদিকে একই দিন সন্ধ্যায় আগ্রাবাদ মা-শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফকে দেখতে যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, প্রাকৃতিক কারণে বীর মুক্তিযোদ্ধারা এখন বিভিন্ন রোগে একান্ত হচ্ছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত ও সহজ করার জোর দাবী জানান। এদিকে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের আশু রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.