রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করছে: পার্বত্য মন্ত্রী


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং ICRC এর অর্থায়নে বান্দরবানে করোনা ভাইরাস সংকটে ক্ষতিগ্রস্থ, কর্মহীন দু:স্থ ১৯২ পরিবারের মাঝে মানবিক শর্তহীন নগদ অর্থ সহায়তা কার্যক্রম ২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের বালাঘাটা ভোকেশনাল ইনস্টিটিউট এর প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর আয়োজনে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ ১৯২ জন পরিবারের হাতে নগদ এই আর্থিক অনুদান সহায়তা প্রদান করেন।

আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা, রেড ক্রিসেন্ট সোসাইটির ICRC এর উপদেষ্টা শিরীন সুলতানা, রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, ইউনিট লেভেল অফিসার মোশারেফ হোসেন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকার গরিব ও অসহায়দের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংগঠন ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করছে আর গরিব ও অসহায়দের বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট নানামুখী সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও করোনা কালিন সময়ে ফ্রী অক্সিজেন সহায়তা,খাদ্য সহায়তা সহ করোনাকালিন সময়ে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভোলান্টিয়ার কার্যক্রম প্রশংসনীয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.