চমেকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাত্রাবাসে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ কর্মীরা ছাত্রাবাসের কয়েকটি কক্ষও ভাংচুর করে।

আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।

এ সময় দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হোস্টেলে অবস্থান নেয়। শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারীরা অভিযোগ করে বলেন, তারা যখন ছাত্রাবাসে উঠে তখন তাদের রুমগুলো ভাঙচুর করা হয়। আ জ ম নাছিরের অনুসারীরা একই অভিযোগ করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। সবকিছু স্বাভাবিক আছে। এতে কেউ আহত হয়নি।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.