মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর


মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে আজ রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি অনুদানে যাতে চলচ্চিত্র নির্মাণ হয়, সেই পদক্ষেপ নেওয়া এবং সেই আর্থিক সহায়তা বৃদ্ধি করা…সেটাও আমরা করে দিয়েছি। আমি অনেকের খুব দুর্দশাগ্রস্ত অবস্থা দেখেছি। আমি যতক্ষণ আছি, ততক্ষণ সহযোগিতা করে যাব। কিন্তু, আমি যখন থাকব না, তখন কী হবে? সেই চিন্তা করেই কিন্তু ট্রাস্ট গঠন করা হয়। আমরা অবশ্য নাম দিয়েছি চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, কিন্তু এই কল্যাণ ট্রাস্টে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবার যাতে সুযোগটা হয়, সে ব্যবস্থাটাও কিন্তু আমি করে দিয়েছি।’

চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৬টি ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী কলাকুশলী এবং দুটি প্রতিষ্ঠান জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ লাভ করে। আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্রে সোহেল রানা হিসেবে পরিচিত মাসুদ পারভেজ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.