কাউন্সিলর প্রার্থী কাদেরসহ ১১ জনকে তিন দিনের রিমান্ডে


চট্টগ্রামের পাঠানটুলিতে নির্বাচনী সহিংসতায় একজনের প্রাণহানির ঘটনায় কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১১ জনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ বুধবার (১৩ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) পরিদর্শক মো. শাহাদাত হোসেন খান।

পরে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন শুনানিশেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাদেরের সহযোগী অপর আসামিরা হলেন- এম কে কবির হেলাল উদ্দিন (৪০), ওবায়দুল কবির মিন্টু (৪০), আসাদুজ্জামান নূর রায়হান (২৯), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ দিদু (৪৮), মিনহাজ হোসেন ফরহাদ (২০), শহীদুল আলম সাহেদ (৩৭), জাহিদুল আলম জাহিদ (২৫), শহিদুল ইসলাম (৩৩), আব্দুর রহমান (৪৪)।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন নিহত এবং অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় নিহত আজগরের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

সেদিন রাতেই মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে কাদেরসহ অন্তত ২৫ জনকে আটক করে মনসুরাবাদ পুলিশ লাইনের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। পরে কাদেরসহ ওই ১১ জনকে গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.