প্রশাসনিক কর্মকর্তাদের কল্যাণে বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইউনুছ সাধারণ সম্পাদক আবু বকর


কে এম রাজীবঃ চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসনে কর্মরত সকল প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন চট্টগ্রাম বিভাগে মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা। সভায় মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণে চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউনুছকে সভাপতি ও নোয়াখালী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত ৯ জানুয়ারী সকাল ১১টায় নগরীর লালখান বাজার এলাকার পিটস্টপ রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ।

এসময় অন্যান্যদের মধ্যে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, বাবুল চন্দ্র নাথ, আবু বকর ছিদ্দিক, মোহাম্মদ মমিনুল হক, মোঃ শাহ আলম, পংকজ মল্লিক, খুকুমনি দেবী, গোলাম মোস্তফা, মোঃ কামাল উদ্দিন, আবদুল করিম আহমেদ, পিনাক পানি চৌধুরী, মোঃ ওবায়েদুল হক, মেরী চৌধুরী, মোঃ সাহেব আলী, মোঃ আবদুর রহিম, মনিরথ দাশ, মোঃ হাবিব উল্লাহ, মোঃ নুরুল হক, মোঃ সিরাজ-উদ-দৌলাহ পাটোয়ারী, অশোক কুমার দস্তিদার, মোঃ জসীম উদ্দিন, ছাইয়েদুর রহমান, মোঃ মোজাম্মেল হক, মোঃ জয়নাল আবেদীন, বাসুদেব ভট্টাচার্য্য, মোঃ নুরুল হুদা, গৌরিকা চাকমা, মোঃ আবদুর রশিদ, মোঃ আবদুল মোতালেব, মোঃ আবু হানিফ, শংকর চন্দ্র রায়, মোঃ আবুল খায়ের, বাকাসস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এস.এম আরিফ হোসেন। সভায় বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রায় ৬০ বছর পূর্বে প্রশাসনিক কর্মকর্তা পদটি সৃষ্ঠি হলেও দীর্ঘ বছর ধরে কোন গ্রেড ও পদবী পরিবর্তন না হওয়ায় মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তন ও প্রশাসনিক কর্মকর্তাদেরকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী কমিশনার পদে পদোন্নতি ও সকল প্রশাসনিক কর্মকর্তার বেতন স্কেল ৯ম গ্রেডে উন্নীত করণসহ উপজেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের কর্মপরিধি নির্ধারণে সরকারের কাছে জোর দাবী জানান বক্তারা।

সভাশেষে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউনুছে সভাপতি ও নোয়াখালী সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.