যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ছাত্রলীগ: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সব চেয়ে বেশি রক্ত দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই অর্থ আর ভোগ বিলাসিতার দিকে না তাকিয়ে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে অতীত গৌরব ধরে রেখে মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসময় তিনি ছাত্রলীগকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে, করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান মুশতাককে সরিয়ে ক্ষমতা দখল করে। পরবর্তী সময়ে জিয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের কিভাবে হত্যা ও গুম করেছিলো সেই অতীতটাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জিয়া এবং খালেদা জিয়া মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলো, আর বঙ্গবন্ধু ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলেন শিক্ষা।

ছাত্রলীগের হাজারো ভালো কাজের মাঝে কিছু ভুল-ভ্রান্ত্রি নিয়ে কিছু গণমাধ্যমের অপতৎপরতার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের তিনটি মুলমন্ত্র শিক্ষা, শান্তি এবং প্রগতিকে বজায় রেখে ছাত্রলীগকে এগিয়ে যাওয়ার আহ্বান করে জানান প্রধানমন্ত্রীর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেমন ভূমিকা রেখেছে, তেমনি দেশের সকল গণতান্ত্রিক এবং ছাত্র আন্দোলনে অগ্রসেনানী হিসেবে নেতৃত্ব দিয়েছে। ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.