চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৪৭ জন


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১২৫৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৪৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৩৩ জন এবং ভিবিন্ন উপজেলার ১৪ জন।

চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৬৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৬ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১১১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৯৯ জন, উপজেলায় ১২ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ। মহানগরে ৪ জন এবং উপজেলায় ১ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ২০ টি নমুনা পরীক্ষায় ১৪ জন পজিটিভ। মহানগরে ১৪ জন, উপজেলায়  জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১ টি নমুনা পরীক্ষায়  জনের পজিটিভ।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২৬ হাজার ৪১০ জনে। এর মধ্যে মহানগরীতে ২৯ হাজার ৫৬ জন, উপজেলায় ৬ হাজার ৩৫৪ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ৩২২ জন। মহানগরীতে ২২৭ জন, বিভিন্ন উপজেলায় ৯৫ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.