চট্টগ্রাম বিমানবন্দরে ১৬০ পিস স্বর্ণের বারসহ যাত্রী আটক


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এবং এনএসআইয়ের সদস্যরা স্বর্ণের বারসহ তাকে আটক করেন।

এর আগে বৃহস্পতিবার (০১ অক্টোবর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম ছিল প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে মোহাম্মদ এনামুল হক নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

বৈশ্বিক মহামারী করোনার অচলাবস্থা কেটে ওঠার পর এটিই ছিল শাহ আমানতে স্বর্ণের বড় চালান উদ্ধারের ঘটনা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.