চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৩ জন করোনা রোগী শনাক্ত


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৩৫৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৩৯ জন এবং ভিবিন্ন উপজেলার ১৪ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬ড় নমুনা পরীক্ষা করে ২১ জনের পজিটিভ। মহানগরে ১১ জন, ১০ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ৬৩১ টি নমুনা পরীক্ষা করা হয়।তৎমধ্যে ৯ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৮ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৭ জন, উপজেলায় ১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৫০ টি নমুনা পরীক্ষায় ৩ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৩ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭১ নমুনা পরীক্ষায় ৮ জন পজিটিভ, নগরে ৭ জন, উপজেলায় ১ জন।

এ ছাড়া উপজেলায় পটিয়া ১, রাউজান ৪ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ৫ জন, সীতাকুন্ডে ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৭ হাজার ৬৯৭ জনে। এর মধ্যে মহানগরীতে ১২ হাজার ৬৩১ জন, উপজেলায় ৫ হাজার ৬৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৭৭ জন। মহানগরীতে ১৯২ জন, বিভিন্ন উপজেলায় ৮৫ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.