চট্টগ্রামে একদিনে আরও ১১৯ জন করোনায় আক্রান্ত


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৬৮০ জনের করোনার নমুনা পরীক্ষায় ১১৯ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৮৫ জন এবং ভিবিন্ন উপজেলার ৩৪ জন।

চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (৪ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১১ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৩৯ টি নমুনা পরীক্ষায় ৩৭ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১৩ টি, উপজেলায় ২৪ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৩ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২০ জন, উপজেলায় ৩ জন।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৫ নমুনা পরীক্ষায় ৪৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৪১ জন, ভিবিন্ন উপজেলার ৩ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৫ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় বাঁশখালী ৩ জন, পটিয়া ১ জন, রাউজান ৮ জন, রাঙ্গুনিয়া ১ জন, ফটিকছড়ি ৯ জন, হাটহাজারী ৮ জন, সীতাকুন্ডে ১ জন, মিরসরাই ২ জন, সদ্বীপ ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৪ হাজার ৬২৫ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ২৫৩ জন, উপজেলায় ৪ হাজার ৩৭২ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ১২০ জন, উপজেলায় ১১৬ জন, নগরে ৪ জন। মোট সুস্থ ২ হাজার ৭১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৩৬ জন। মহানগরীতে ১৬৩ জন, বিভিন্ন উপজেলায় ৭৩ জন। হোম আইসোলেশনে আছেন ৬৯৫৭ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.