চট্টগ্রামে একদিনে আরও ১৭ জন করোনায় আক্রান্ত


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৪০ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৪ জন এবং ভিবিন্ন উপজেলার ৩ জন।

চট্টগ্রামে ২ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (৩ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৯ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৭ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৭ জন, উপজেলায়  জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৪ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, রাউজান ১ জন, সদ্বীপ ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৪ হাজার ৫০৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ১৬৮ জন, উপজেলায় ৪ হাজার ৩৩৮ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ১১২ জন, উপজেলায় ৩ জন, নগরে ১১২ জন। মোট সুস্থ ২ হাজার ৫১৭ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৩৪ জন। মহানগরীতে ১৬৩ জন, বিভিন্ন উপজেলায় ৭১ জন। হোম আইসোলেশনে আছেন ৬৮৫৭ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.