মা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উপমা


মুঃ সালাহ উদ্দীন:

মা এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উপমা
যাহার সাথে এই ভূবনে হয়না কারো তুলনা।
গর্ভধারণ করেছেন মা অতি আদরে
সন্তানের দুঃখতে মায়ের চোখের পানি ঝরে।

নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানোর আশায়
দুঃখ কষ্ট লাঘবে মায়ের এই জীবন যায়!
স্নেহময়ী মায়ের আকুতি সন্তানের লাগিয়া
সুখে যেন থাকে সন্তান আজীবন ভরিয়া।

এমন মায়ের পদতলে দিও আমায় ঠাঁই
এই ধরণীতে মায়ের চেয়ে আপন আর কেহ নাই।
জগৎ জুড়ে আছে কত মা থেকে উপাসে!
সন্তানের সুখে, শত কষ্টে ও মায়ের হাসি ফুটে।

মা অসীম অনন্ত এই জগত পদার্পনে
মায়ের হাসি বিলীন যেন না হয় কোন ক্ষণে।

বিশ্ব মা দিবস স্মরণে:
মুঃ সালাহ উদ্দীন
কবি, লেখক
চট্টগ্রাম।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.