হাটহাজারীতে সাংবাদিককে পুলিশের লাঠিচার্জ


হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরের কর্মস্থলে আসার সময় পুলিশের মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকিকে দায়িত্বরত অবস্থায় মারধর করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে চট্টগ্রামের রাউজানের বাড়ি থেকে চট্টগ্রাম নগরের কর্মস্থলে যাওয়ার পথে হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক রকি জানান, আমার ছোট ভাই স্বাস্থ্যকর্মী, সে এপিক হেলথ কেয়ারে চাকরি করে। তাকে নিয়ে মোটরসাইকেলে করে রাউজানের বাড়ি থেকে নগরের আসকারদিঘী এলাকায় কর্মস্থল যুগান্তরের ব্যুরো অফিসে যাচ্ছিলাম। আমি ও আমার ভাইয়ের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল। পথে কুয়াইশ এলাকায় পৌঁছলে কনস্টেবল জাহাঙ্গীর অতর্কিতভাবে আমার উপর লাঠিচার্জ করে।

তিনি বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি সংবাদপত্র ছুটির আওতামুক্ত থাকার বিষয়টি জানানোর পরও কনস্টেবল জাহাঙ্গীর লাঠিচার্জ করে। বিষয়টি আমি চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার ওসিকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.