কাপ্তাইয়ের চিৎমরম এলাকা জামানছড়ি Joynal Abedin প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ ২৮ জানুয়ারি ২০২০ 0 পার্বত্যাঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুর্গম পাহাড়ে জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন। ভোর হওয়ার সাথে সাথে তারা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে মাইলের পর মাইল হেঁটে জুম ক্ষেতে যান। দিনভর সেখানে কাটিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ঝুঁড়িতে (স্থানীয় ভাষায় থুরুং)করে নিয়ে ঘরে ফিরেন। ছবিটি কাপ্তাইয়ের চিৎমরম এলাকা জামানছড়ি থেকে তোলা । ছবি কমল দাশ