পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত
চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটিয়ার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা গ্রামের শ্রীকান্ত ধর (৬৫) ও তার ছেলে লিটু কুমার ধর (৩০), অটোরিকশা চালক আলী আজগর (৩০)। আলী আজগর পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের বাসিন্দা।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিকেল ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাই। আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।