চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসহ বিদেশি নারী যাত্রী আটক


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩.৯ কেজি ওজনের কোকেনসহ স্টেলিয়া শান্ত নামের এক বাহামার নাগরিককে আটক করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে দিকে তাকে আটক করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, স্টেলিয়া শান্ত গত ১২ জুলাই এমিরেটস এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাই দুবাই যোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টিলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সাথে কোনো ব্যাগেজ ছিল না। সোমবার সকালে ব্যাগেজ ভর্তি প্রায় চার কেজি কোকেনসহ বাহামার নাগরিক স্টেলিয়া শান্তকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টিলিজেন্স আটক করে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.