চট্টগ্রামে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু


চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল ৭টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিন কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকের শিকলবাহা এলাকার দুকুল হাজীর বাড়ির নূর মোহাম্মদের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, সকালে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই যুবক আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.