চট্টগ্রামে শিশু ওয়াসিম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড


চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ বছরের শিশু কাজী মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তি কাজী নাহিদ হোসেন পল্লব (৪৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া কাজী বাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে।

চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কাজী নাহিদ হোসেন পল্লবকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর ভাই ইকবাল হোসেন বিপ্লবের (৪৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় বাবা-মাও আসামি ছিলেন। বিচার চলাকালে তাঁরা মারা যাওয়ায় তাঁদের এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, শিশু কাজী মশিউর রহমানকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন ২০১০ সালের ২২ নভেম্বর বিকেলে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক কাজীবাড়ির পূর্বপাশের ছনখোলা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা হয় পরিবারের পক্ষ থেকে। পরে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী কাজী নাহিদ হোসেনকে গ্রেপ্তার করে।

খুনের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাজী নাহিদ হোসেন। এতে স্বীকার করেন, নিহত শিশুর বাবার সঙ্গে প্রবাসে ছিলেন তিনি। সেখানে ব্যবসার টাকা নিয়ে তাঁর বিরোধ হয়। এর প্রতিশোধ নিতে কাজী মোশাররফের ছেলে কাজী মশিউরকে শ্বাসরোধে খুন করেন।

খুনের পর শিশুটির পুরো শরীরের সিগারেটের আগুনের ছেঁকা দেন। পরে বস্তাবন্দী করে ফেলে দেন। এই মামলার তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। ২১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.