বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু


চট্টগ্রাম বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রফিক (৫৫) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) ভোর পাঁচটায় পৌরসভার জমাদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রফিক রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো. মহিউদ্দিনের ছেলে।

স্থানীয়রা বলেন, ভোর পাঁচটার দিকে একটি ট্রাক এসে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এ সময় কয়েকটি বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। পরে তারগুলো সরাতে গিয়ে রফিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ‍উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক সাবরিনা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এর আগেই তিনি মারা যান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.