৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার আলোচনা সভা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) বিকাল ৩ টায় চট্টগ্রাম আদালত ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বেগম রোকেয়া পদক প্রাপ্ত, লেখিকা ও চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে ও এডিশনাল পিপি এডভোকেট কাজী এখতেয়ার রোমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এড. লুৎফুর নাহার, সাধারণ সম্পাদক প্রফেসর এড. কে.এম. ফয়েজ আহমদ, এড. মুহাম্মদ রাশেদ চৌধুরী, এড. বিনয় শীল শর্মা, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মাসুদ, এড. রানা মজুমদার, প্রদীপ দাশ, এড. শরীফা নার্গিস কনা, এড. তাহমিনা খান, এড. বিনয় শীল শর্মা, এড. বিশ্বজিত বড়ুয়া, এড. কেশব কুমার আচার্য্য, মোঃ রফিকুল আলম প্রমুখ।
আলোচনা সভায় অ্যাডভোকেট কামরুন নাহার বলেন- ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু মাত্র একটি ভাষণ নয়, এটি একটি জাতির মুক্তির লক্ষ্যে রচিত মহাকাব্য। জাতির পিতা ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি এ-ও বলেছিলেন-যার যা কিছু আছে, তা নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে, অর্থাৎ নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবং ২৬শে মার্চ পর্যন্ত সময় নিয়েছিলেন এর পর তিনি চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এতিহাসিক ৭ই মার্চ আমাদের স্বাধীনতা ও আবেগের সাথে জড়িত।