কুমিল্লায় কভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪


কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবাহী একটি কাভার্ডভ্যান কচুয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা গৌরিপুরের দিকে যাচ্ছিল। যানবাহন দুটি মহানন্দ বাজার এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখ‌নও জানা যায়নি। ‌ময়নাতদ‌ন্তের জন্য নিহতদের মরদেহ গৌ‌রিপুর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সের ম‌র্গে নেয়া হ‌বে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.