চট্টগ্রামে দ্রুতই শুরু হবে বার্ন ইউনিটের নির্মাণকাজ: স্বাস্থ্যমন্ত্রী


চট্টগ্রামে দ্রুতই বার্ন ইউনিটের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

পরে চমেক হাসপাতালের জন্য প্রস্তাবিত বার্ন ইউনিটের নির্ধারিত জায়গা ঘুরে দেখেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল রোববার প্রি–একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিটের নির্মাণকাজ শুরু হবে।

ডা. সামন্তলাল বলেন, চট্টগ্রামে পুড়ে যাওয়া রোগীরা এতে উন্নত চিকিৎসা পাবে। নতুন বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ ও ওটি সুবিধা থাকবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.