ডাইনামিক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


চট্টগ্রামের বোয়ালখালীতে ডাইনামিক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথম বারের মতো অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) পৌরসভার ৮নং ওয়ার্ডে ছমদ আলী তালুকদার বাড়ীর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলুন উড়িয়ে অলম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

এ সময় পৌর মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম জুয়েল, জাগের হোসেন মিয়াজি, মো: কায়সার, ছরোয়ার আলম, মো: মতিন, মো: আলমগীর, মো: মামুন, আজগর আরও অন্যান্য ব্যাক্তিবর্গ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.