মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন


চট্টগ্রাম নগরীতে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবা মো. মজিদকে (৪৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিত মো. মজিদের বাড়ি কুমিল্লা জেলায়। পেশায় গাড়িচালক মজিদ নগরীর সদরঘাট থানা এলাকায় স্ত্রী ও সৎ মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের চৌধুরী জানান, তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রবিবার এ রায় দিয়েছেন। রায়ে আসামি মজিদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে সাজামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, নগরীর সদরঘাট থানার মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকার বাসায় মা ও সৎ বাবার সঙ্গে থাকতো ১৬ বছর বয়সী কিশোরী। মা বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। আর সৎ বাবা পেশায় একজন গাড়িচালক। মা বাসায় না থাকার সুযোগে সৎ বাবা কিশোরীকে বিভিন্ন সময় খারাপ প্রস্তাব দিত। এক পর্যায়ে কিশোরী এসব কথাবার্তা বলতে নিষেধ করলে ভয়ভীতি দেখায় সৎ বাবা মজিদ। ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকালে প্রতিদিনের মতো মা বাসা-বাড়িতে কাজ করতে গেলে সেই সুযোগে কিশোরীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সৎ বাবা। একইসঙ্গে এ বিষয়ে মুখ খুললে কিশোরী ও তার মাকে হত্যা করার হুমকি দেয়। ভয়ভীতি দেখিয়ে এভাবে সবসময় ধর্ষণ করতো সৎ বাবা। এতে কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে কিশোরীর মা জিজ্ঞেস করলে সৎ বাবা রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যায়। এ ঘটনায় ২০১৮ সালের ২ জুন ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.