প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দিলেন রোনালদিনহো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফুটবলের এক সময়ের মহাতারকা রোনালদিনহো। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দেন।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন সেখানে।
রোনালদিনিয়ো নিজের সই করা ব্রাজিলের জাতীয় দলের জার্সি উপহার দেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে। হলুদ রঙের সেই জার্সির পেছনে লেখা ছিল ‘জয় বাংলা’।
আর প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি উপহার পান আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা।