চট্টগ্রামে মাস ব্যাপী লায়ন্সের সেবা মাস ১ অক্টোবর থেকে শুরু: জেলা গভর্ণর


চট্টগ্রামে অক্টোবর মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত প্রতিদিন একাধিক সেবা কর্মসূচী গ্রহণ করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ।

এ উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জাকির হোসেন রোডের সিএলএফ কমপ্লেক্সে লায়ন্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অক্টোবর সেবা মাসের একমাস ব্যাপী সেবা কর্মসূচীর বিস্তারিত উপস্থাপন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্ণর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।

এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোতে ও মানব ইতিহাসের ক্রান্তিলগ্নে মানুষ যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে জীবন সংগ্রামের দিক নির্দেশনা পাচ্ছিলনা সেই ক্রান্তিলগ্নে ১৯১৭ সালে আমেরিকার শিকাগো শহরের মানব হিতৈষী এক বীমা কর্মকর্তা মেলভিন জোন্স এর উদ্যোগে এবং নেতৃত্বে অসাম্প্রদায়িক এবং অরাজনৈতিক সেবা সংগঠন যাত্রা শুরু করে , তা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন আন্তর্জাতিক লায়ন্স ক্লাব। বর্তমানে বিশ্বের প্রায় ১৩ লক্ষ ৬৮ হাজার লায়ন সদস্য পৃথিবীর কোথাও না কোথাও , প্রতি মুহূর্তে মানব কল্যাণে সেবা কর্ম পরিচালনা করে চলেছেন । বর্তমান বিশ্বের ২১০ টি দেশে ৪৮’ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১৪’ লক্ষ লায়ন সদস্য দিন রাত সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা আশা করি এই সেবা কার্যক্রম ভবিষ্যতে আরো বেগমান হবে। বর্তমান বাংলাদেশে মাল্টিপল জেলা ৩১৫ এর ৭ টি লায়ন্স জেলার ৭১৭ টি লায়ন্স ক্লাবের মাধ্যমে ১৯ হাজার ৮’ শ ৬০ জন লায়ন সদস্য সর্বদা সেবা কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন।

তিনি আর জানান, তদানিন্তন পূর্ব পাকিস্তানে ১৯৫৮ সালে লায়ন্স ক্লাব অব চিটাগাং এর মাধ্যমে এ দেশে লায়নিজমের সূচনা হয়।বাংলাদেশের স্বাধীনতার পর বীর চট্টলার সূর্য সন্তান , লায়নিজমের জনক প্রাক্তণ মন্ত্রী মরহুম এম.আর. সিদ্দিকী বাংলাদেশে লায়নিজমের শুভ সুচনা করেন। বাংলাদেশে লায়ন্স জেলা ৩১৫ – বি ৪ , চট্টগ্রাম একমাত্র জেলা , যা ঢাকার বাইরে কর্মকাণ্ডের ব্যাপ্তি ঘটিয়ে ইতিমধ্যেই ৯৭ টি ক্লাবের মাধ্যমে ৩ হাজার ৪ শত লায়ন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ জেলা ছাড়াও লায়ন কার্যক্রমকে সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র লিও জেলা বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এ লিও জেলায় ১ হাজার ৯৪৯ জন লিও সদস্য ৪৮ টি ক্লাবের মাধ্যমে সেবা মূলক কাজে লায়নদের সহযোগিতা করে চলেছে। তারই ধারাবাহিকতায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ অক্টোবর সেবা মাস ২০২৩ পালনের উদ্যােগ গ্রহণ করেছেন। এ-উপলক্ষ্যে ১ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় নগরীর জিইসি মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজনের মধ্যে দিয়ে সেবা মাস উদ্বোধন করা হবে। সেবা মাস কার্যক্রমে একমাস ব্যাপী প্রতিদিন একাধিক ক্লাবও বিভিন্ন কর্মসূচী পালন করবে।

এসময় লায়ন্সের উদ্যােগে বৃহত্তর চট্টগ্রামে জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ৩৯টি স্থায়ী প্রকল্প সমূহের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন জেলা গভর্ণর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।

রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার ও অক্টোবর সেবা মাস ২০২৩ প্রেস কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এমজেএফ এর সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারি লায়ন হাসান আকবর এর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ ছিদ্দিকী পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোঃ বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কো-চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, লায়ন মোঃ শাহেদ সরোয়ার মেক্সিম, লায়ন আরিফ আহমেদ, জেলা ভাইস গভর্ণর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, লায়ন মোসলেম উদ্দিন আহমেদ (অপু) এমজেএফ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম এমজেএফ, জয়েন্ট সেক্রেটারি লায়ন আ জ ম সাইফুল ইসলাম টুটুল, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ ইউসুফ চৌধুরী এমজেএফ, জয়েন্ট মেম্বার সেক্রেটারি লায়ন মোঃ জসিম উদ্দিন এমজেএফ, ট্রেজারার লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ সাইফুদ্দীন হক সহ লায়নের অন্যান্য সদস্যগন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.