রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) ভোরে বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ক্যাম্পের আবুল বশরের ছেলে। তিনি আশ্রয় শিবিরটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেড বালুখালী ৮নং ক্যাম্পে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তার মাথায় ও পিঠে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানান ওসি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.