নৌকার পক্ষে চরণদ্বীপ ইউনিয়ন আ’লীগের প্রচারণা


আসন্ন ১৬ই মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজার নৌকার সমর্থনে চরণদ্বীপ ১, ২, ৩, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে প্রতিটি বাড়িতে ভোটারদের নৌকায় ভোটদানে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।

আজ (১৪ মার্চ) প্রচারণা শেষে প্রবীণ আওয়ামীলীগ নেতা আখতার উদ্দিন তালুকদারের বাসভবনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আ’লীগ নেতা আখতার উদ্দীন তালুকদার।

আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, শামসুল আলম সওদাগর, নুরুল আমিন খান, শেখ মহিউদ্দিন, এনাম উদ্দিন তালুকদার, জাহেদুল ইসলাম দুলাল, আব্দুল করিম চৌধুরী, জিন্নাত আলী মেম্বার, আকবর আলী চৌধুরী, শেখ আবু সায়্যিদ সিদ্দিকী, আবসার খান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মিজান, এমরান হোসেন পারভেছ মোহাম্মদ মিয়া, আবুল মনসুর, সিরাজুল ইসলাম, মোতালেব মাষ্টার, নুরুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যেকোনো মূল্যে ১৬ মার্চ নৌকার বিজয় অর্জনের মাধ্যমে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.