চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক ব্যাচের এক ছাত্রলীগ-কর্মীর সঙ্গে সিনিয়র এক ছাত্রলীগ-কর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চকবাজার থানা (ওসি) তদন্ত এস এম আব্দুল হালিম জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা ঘটনা স্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।