জনগণের ভালোবাসায় উপ নির্বাচনে বিজয়ী হব: মিজান
আগামী ১৬ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। শাহজাদা এস এম মিজানুর রহমান আনারস প্রতীকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
গতকাল রোববার (১২ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আনারস প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মিজান।
এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তার সঙ্গে ভোটারদের সেলফি তুলতেও দেখা গেছে।
শাহজাদা মিজানুর রহমান বলেন, আজ সকাল থেকে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় আনারস প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেছি। তাতে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের ভালোবাসায় এই উপ নির্বাচনে বিজয়ী হব।
আমাকে নিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে চলছে। আশা করি আমি নির্বাচিত হব। নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করব। সবাই আমাকে ভালোবাসে। অনেক ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ।