রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের লাশ উদ্ধার


কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শামসুল আলম নামের এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

শনিবার সকাল ১০ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ২০ বর্ডার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গা যুবক হলেন, বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের ব্লক-সি,সাব ব্লক ৮/৭৯ এর চান মিয়ার ছেলে মৌলভী শামসুল আলম (৩৮)।

জানা যায়, শুক্রবার রাতে সে নিখোঁজ ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প ২০ বর্ডার এলাকায় এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.