বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের শিক্ষার্থীদের বরণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন কর্তৃক পরিচালিত বি এফ এ কোচিং হোম এর নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ ফেব্রুয়ারী) শুক্রবার কোচিং হোম এর হল রুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তারেক আলমের সঞ্চালনায় ও বখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো: ইদ্রিছ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো: মুছা, হুমায়ুন কবির, মোরশেদ আলম, নজরুল ইসলাম।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বোয়ালখালীতে বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন সংগঠনকে ভালোবেসে সংখ্যাগরিষ্ট সদস্যদের প্রাধান্য দিয়ে সকলে মিলে একটা সুন্দর সংগঠন উপহার দিয়ে যা দৃষ্টান্ত দেখিয়েছেন তা বোয়ালখালীতে কেউ দেখাতে পারেনি।
এই বিএফএ বিনা বেতনে কোচিং হোম, বিনা বেতনে কোরআন ও নৈতিক শিক্ষা নিকেতন, পাঠাগার, এবং প্রতি মাসে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকেন।
আমাদের আশা এই সংগঠন বোয়ালখালী তথা মানুষের কল্যাণে এগিয়ে এগিয়ে যাবে।