বোয়ালখালীতে সামাজিক সংগঠন INFINITY-অসীমের পক্ষ থেকে কম্বল বিতরণ


বোয়ালখালীতে সামাজিক সংগঠন INFINITY-অসীমের পক্ষ শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৬ টায় সংগঠনের পৌরসভাস্থ অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো মোজাম্মেল হোসেন বাপ্পা, সভাপতি মো জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মো জামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো জাহিদ হাসান নাহিদ, দপ্তর সম্পাদক মো মেহেদী হাসান, সহ দপ্তর সম্পাদক মো ইমন ও সদস্য মো আরিফ হোসেন।

সংগঠনের সভাপতি শীতবস্ত্র বিতরনে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জানান, শীত মৌসুম অবধি আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।

তিনি আবেদন জানান, যদি সমাজের সচেতন ও বিত্তবান নাগরিক আমাদের সহযোগীতার হাত বড়িয়ে দেন তাহলে আমাদের কার্যক্রম পালনে সুবিধা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.