আমি নেতা নয় দলের একজন সাধারণ কর্মী হয়ে মানুষের পাশে থাকতে চাই : জাহাঙ্গীর আলম


কে এম রাজীব: চট্টগ্রাম মহানগরের পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা বলেছেন, আমি নেতা নয় আমি স্বাধীন বাংলার স্থপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্য, সমাজের প্রতিটি মানুষের সুখে দুঃখে পাশে থেকে, দলের একজন সাধারণ কর্মী হয়ে থাকতে চাই।

গতকাল বিকালে তার সাথে একান্ত আলাপ কালে তিনি তার অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার চাওয়া পাওয়া একটাই, আমি যেন মানুষের সেবা করতে পারি। আমি যেন জনগণকে বুঝাতে পারি বিশ্বে একজন বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, একজন শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের এতো উন্নয়ন সম্ভব হতোনা।

এসময় জাহাঙ্গীর আলম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছে বলে আজ বাংলাদেশের এতো উন্নয়ন। তিনি একমাত্র নারী যার পক্ষে সম্ভব হয়েছে, মৌলবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায়। তিনি সক্ষম হয়েছেন ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল স্থাপনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং রায় কার্যকর করা। তিনি দেশের মানুষের কল্যাণে ভারতের সঙ্গে সাথে ৩০ বছর মেয়াদী গঙ্গা নদীর পানি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ এবং খাদ্য উৎপাদনে স্বয়ং-সম্পূর্ণতা অর্জন করেছেন।

এছাড়া, তিনি কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং ভূমিহীন, দুস্থ মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করেন। দুস্থ মহিলা ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কদের জন্য শান্তি নিবাস, আশ্রয়হীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রতিষ্ঠিত করেন। এছাড়া বিদ্যুতের উৎপাদন ক্ষমতায়ন, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের জন্য কৃষিকার্ড এবং ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, বিনা জামানতে বর্গাচাষীদের ঋণ প্রদান, চিকিৎসাসেবা, কম্যুনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, দারিদ্র্যের হার হ্রাস করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আজ বাংলার মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে, পদ্মা সেতুর বাস্তবায়ন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, রাজধানী ঢাকার সঙ্গে বেশ কয়েকটি জেলা শহরের সংযোগ সড়ক চার-লেনে উন্নীত করা, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, মাতারবাড়ি বহুমুখী প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্পের বাস্তবায়নের কাজ এবং পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানের ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে জননেত্রী শেখ হাসিনার।

জাহাঙ্গীর আলম বলেন, এতো উন্নয়নের পরেও একটি মহল, যারা স্বাধীনতা বিরোধী, যারা বঙ্গবন্ধু হত্যার দোসর তারা দেশের উন্নয়নকে বাঁধা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, গনতন্ত্রের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা কখনো বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা সহ্য করবে না। তাই আমি যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মী তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী গড়ে তুলতে, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে চট্টগ্রামের কৃতি সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্দেষনায়, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে হবে। সব শেষে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধান মন্ত্রীর সমাবেশে যোগদান আমি সকলের প্রতি একটায় অনুরোধ জানাচ্ছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.