নায়ক জসিমকে মেরে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি: আহমেদ শরীফ


বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরে নিজ জন্মভূমি কুষ্টিয়াতে যান এবং সেখানে নিজ গ্রামে নিজ উদ্যােগে নব নির্মিত মসজিদ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে কুষ্টিয়ার বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন আহমেদ শরীফ।

পরবতীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুলের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের আমন্ত্রণে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়ে মন জয় করেন হাজার হাজার ছাত্র ছাত্রীদের তিনি।

এসময় সকলের অনুরোধে তিনি বললেন বাংলা সিনেমা মাস্তান রাজা’র জনপ্রিয় ডায়লগ। করতালিতে মুখরিত হয়ে উঠে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এবং তিনি সংক্ষেপে ভক্তদের অনুপ্রাণিত করেন।

এসময় উপস্থিত ইঞ্জিনিয়ার টুটুল ছাত্র ছাত্রীদের পক্ষে অভিনেতা আহমেদ শরীফকে প্রশ্ন করে জানতে চান, অভিনয় কালে কোন নায়ককে মেরে বেশি মজা পেয়েছেন। হাসতে হাসতে উত্তরে আহমেদ শরীফ বলেন, আমি অভিনয়কালে নায়ক জসিম কে মেরে যেমন সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। আবার তেমনি জসিমও আমাকে মেরে আনন্দ পেয়েছে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তরুনদের অনুপ্রেরণা জুগিয়েছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ।

এসময় অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ হাজার হাজার শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত মার্চ মাসে দেশে ফিরে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফের নিজ গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হওয়া কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় নিজ উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মাহফিলের মাধ্যমে নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধন করেন অভিনেতা আহমেদ শরীফ। উদ্বোধনের পাশাপাশি অংশগ্রহণ করেছেন সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.