হাটহাজারীতে নতুন ওসি রুহুল আমিনের যোগদান


উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ রুহুল আমিন সবুজ। গত ১২ জুলাই মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদান করে তিনি বলেন তিনি বলেন, থানা, হাসপাতাল ও আদালত-এ তিনটি জায়গায় মানুষ সহজে যেতে না চাইলেও বিভিন্ন সমস্যার কারণে-অকারণে যেতে হয়। সেবাপ্রার্থী মানুষের জন্য হাটহাজারী থানা যেন ভরসার শেষ আশ্রয়স্থল হয় সেভাবে কাজ করে যাবো। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাটহাজারীর গণমানুষের জন্য কাজ করবো। দেশের সব নাগরিকের মৌলিক অধিকার সমান। বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। এ থানা টাউট ও দালালমুক্ত থাকবে। সমাজের সুবিধাবঞ্চিতরাসহ সবাই দ্রæত ও সমান সেবা পাবে। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে তিনি নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।  এ লক্ষ্যে তিনি স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন হাটহাজারী মডেল থানার নবাগত ইনচার্স  মুহাম্মদ রুহুল আমিন সবুজ। 

 

উল্লেখ,  চট্টগ্রাম জেলার উপশহর হিসেবে পরিচিত হাটহাজারীতে অবস্থিত দেশের অন্যতম দুই শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সাথে কাজ করে যাবেন বলে জানান তিনি।হাটহাজারীতে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন (সিএমপি) এলাকার বাকলিয়া ও চকবাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন রুহুল আমিন। উল্লেখ্য যে, পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন উপজেলা হিসেবে পরিচিত সদর উপজেলায় ১৯৮১ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজধানী ঢাকার শহীদ তিতুমীর কলেজ থেকে স্নাতক ও ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক  (এস.আই) হিসেবে যোগদান করেন। গর্বিত মা বাবার ২ ভাই ১ বোনের মধ্যে তিনি সবার বড়। ব্যক্তিজীবনে ওসি মুহাম্মদ রুহুল আমিন বিবাহিত ও বর্তমানে ৩ কন্যা সন্তানের পিতা। 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.