বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে সরকারের হাতকে আরও শক্তিশালী করতে হবে : কনসাল জেনারেল


সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সাথে গতকাল ১৮ জুন শনিবার তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন আমিরাতে পেশাগত সাংবাদিকের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কনসাল জেনারেলের সাথে প্রায় ২ ঘন্টা ব্যাপী মতবিনিময় করেন। সভায় প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ ও সম্ভাবণার কথা উঠে আসে।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হুন্ডির বিরুদ্ধে জনমত গড়ে তোলা, প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা, মানুষের দুয়ারে দুয়ারে পাসপোর্ট ডেলিভারি, জন্ম নিবন্ধন সহ ব্যক্তিগত তথ্য সংশোধনের এখতিয়ার শুধুমাত্র ঢাকা অফিসের। তাই হাতে যথেষ্ট সময় রেখে সংশোধনের আবেদন করতে হবে।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। প্রবাসীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলা টিভি টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সম্পাদক নিউজ২৪ টেলিভিশন এর আমিরাত প্রতিনিধি আবদুল আলিম সাইফুল, সিনিয়র সহ.সভাপতি সি-প্লাস টিভির আমিরাত প্রতিনিধি সনজিত কুমার শীল, সহ.সভাপতি প্রবাস মেলা আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক যমুনা টিভি আমিরাত প্রতিনিধি মেহেদী, যুগ্ন সাধারণ সম্পাদক কিউ টিভি আমিরাত প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক মাই টিভি আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল আমিরাত প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, সহ.দপ্তর সম্পাদক সার্চ নিউজ আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আরব বাংলা টিভি আমিরাত প্রতিনিধি সাগর দেবনাথ, আন্তর্জাতিক সম্পাদক ৭১ নিউজ টিভি আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, সদস্য জেএইচপি টিভি আমিরাত প্রতিনিধি জাহেদ হোসেন, সদস্য কওমিভিশন আমিরাত প্রতিনিধি ওবাইদুল্লাহ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.