মহসিন কলেজের মসজিদ থেকে জামাত-শিবিরের জিহাদি বই উদ্ধার


চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মসজিদ থেকে ছাত্র শিবিরের সাংগঠনিক প্রায় অর্ধশতাধিক বই জব্দ করেছে কলেজ ছাত্রলীগ।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে কলেজের মসজিদের ভেতরের একটি আলমিরা থেকে এসব বই উদ্ধার করা হয়। এ সময় কলেজ অধ্যক্ষও সেখানে উপস্থিত ছিল। পরে এসব বই কলেজ প্রশাসনের জিম্মায় হস্তান্তর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

মহসীন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল বলেন, ‘কলেজের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে মসজিদের ভেতর থাকা আলমিরা কৌতুহলবশত খুলে সেখানে কি বই আছে দেখছিলাম। তখনই নজরে এল ছাত্র শিবিরের কর্মপদ্ধতিসহ আবুল আলা মউদুদী ও গোলাম আজমের লেখা প্রায় অর্ধশতাধিক বই।’

দীর্ঘ ৭ বছর ধরে ছাত্রলীগের অবস্থান রয়েছে মহসিন কলেজে, এমন পরিস্থিতিতেও এই ধরনের ঘটনা কলেজ ছাত্রলীগের নেতাদের চরম ব্যর্থতা হিসেবে দাবি করে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘প্রায় ৩০ বছর এই ক্যাম্পাস শিবিরের দখলে ছিল। তাদের আধিপত্য ও নির্মমতার গল্প সবারই জানা। কত কঠিন এক লড়াইয়ের পর এই ক্যাম্পাসে ছাত্রলীগের নিয়ন্ত্রন এসেছে সেটাও সকলে জানে। মসজিদের দায়িত্বে যারা আছে তাদেরকে এই দায় নিতে হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.