চতুর্থ ধাপে ইউপি নির্বাচন : আ.লীগকে ছুঁয়েছে স্বতন্ত্র


গেল ২৬ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।এ ধাপে ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিল ১ হাজার ৩৭২ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিল ৩ হাজার ৫৪৬ জন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র থেকে ৩৯০ জন প্রার্থী জয় লাভ করেন।

মঙ্গলবার (২৮ ডিসম্বের) ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে ৭৯৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের তথ্য এসেছে। এতে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ প্রার্থী চেয়ারম্যান পদে জয় লাভ করেন; যা মোট ইউপির ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০ ইউপিতে; যা মোট ইউপির ৪৮ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টির (জেপি) একজন জয় পেয়েছেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৪ হাজার ৯১৮ জন, সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৭০৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ৮৫০ জন মনোনয়নপত্র জমা দেন। এই হিসাবে প্রতি ইউপিতে চেয়ারম্যান পদে গড়ে ৫ জনের বেশি করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.